রাজনীতি

অভ্যন্তরীণ কোন্দলে বঙ্গবন্ধু নিহত হয়েছেন

আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।হাফিজ উদ্দিন আহমেদ বলেন, শেখ মুজিব হত্যার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দায়ী করা হচ্ছে। অথচ হত্যার দিন আমি জিয়াউর রহমানের বাসায় গিয়ে দেখেছি তিনি তখন সেভ করছিলেন।তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পর জাতীয় সংসদে মুশতাক সরকারের শপথ অনুষ্ঠানে জিয়াউর রহমান যাননি। কোনো ধরনের লুটপাট করে তার ইউনিফর্ম এর সন্মান তিনি নষ্ট করেনি।তথ্য প্রযুক্তির আইনে ৫৭ ধারা বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, এই ধারা মুক্তিযোদ্ধের পরিপন্থী, গণতন্ত্রের পরিপন্থী। ধারাটি মানুষের কথা বলার স্বাধীনতা হরণ করে নেয়। তাই অবিলম্বে এই ধারা বাতিল করতে হবে।সরকারের কর্মকাণ্ডে মুক্তিযোদ্ধের চেতনার লেশ মাত্র নেই দাবি করে বিএনপির এই নেতা বলেন, ৭২ থেকে ৭৫ সালে মুক্তিযোদ্ধাদের চেতনা ধ্বংস করে দেয়া হয়েছে।বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ এমন একটি দল যারা কেবল নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য অন্যের চরিত্র হরণ করে। এদের কারণেই দেশ পিছিয়ে পড়ছে।আওয়ামী লীগ গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে দাবি করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ যা করে খোলাখুলি করে। ভোট ডাকাতি কি জিনিস তা সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকাবাসী দেখেছে। মুক্তিযোদ্ধারা কোনদিন এ ধরনের নির্বাচন মেনে নেবো না।মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামীতে গণ আন্দােলন গড়ে তোলা হবে। এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন চাই অামরা।আয়োজক সংগঠনের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আরো বক্তব্য রাখেন কল্যাণ পার্টার চেয়ারম্যান মেজর (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতিক, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর প্রমুখ।

Advertisement

এমএম/এসকেডি