রাজনীতি

মুক্তি পেলেন বাঁশখালীর আলোচিত লিয়াকত আলী

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার আলোচিত বিএনপি নেতা ও গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী জামিনে চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে তাকে মুক্তি দেয়া হয়।

Advertisement

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাসির আহমদ।

এর আগে ২০১৮ সালের ৩০ অক্টোবর নগরীর কোতোয়ালী থানার লালদীঘি এলাকা থেকে চেয়ারম্যান লিয়াকত আলীকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, রাষ্ট্রদ্রোহ, অস্ত্র আইন, নাশকতা, চেক জালিয়াতিসহ নানা অভিযোগে ২৪টি মামলা আছে। সবগুলেতে জামিন পেয়ে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

পুলিশ জানায়, ২০১৬ সালের ৪ এপ্রিল গণ্ডামারা ইউনিয়নে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করে বসতভিটা রক্ষা কমিটির ব্যানারে আন্দোলনে পুলিশের সাথে ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়। আন্দোলনকারী বসতভিটা রক্ষা কমিটির আহ্বায়ক ছিলেন লিয়াকত আলী।

Advertisement

ওই বছরের ১৬ মে লিয়াকতের বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের পর তার বিরুদ্ধের অস্ত্র আইনে মামলাও হয়। পরে বিএনপি নেতা লিয়াকত আলী গণ্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

আবু আজাদ/বিএ