দেশজুড়ে

টেকনাফে ৫৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারের টেকনাফ ৪২ ব্যাটালিয়ন সদর দফতরে ৫৭ কোটি ৬৯ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার দুপুরে বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান পিএসপির উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। গত ১ জানুয়ারি থেকে ২৬ আগস্ট পর্যন্ত বিজিবির সদস্যরা সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে মালিকবিহীন এসব মাদক উদ্ধার করে। অনুষ্ঠানে সেক্টর কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান পিএসপি বলেন, বিজিবি সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে আন্তরিকতার সঙ্গে সীমান্তে দায়িত্ব পালন করছেন। মাদকের প্রতিরোধ কৌশল খুবই গুরুত্বপূর্ণ। এসব কৌশল অবলম্বন করে বিজিবি মাদকদ্রব্য উদ্ধার কাজ চালায়। বলা যায় বিজিবি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এ যুদ্ধ অব্যাহত থাকবে। আমরা মাদককে ঘৃণা করি এবং এ ঘৃণিত দ্রব্য ধ্বংসের মাধ্যমে তা প্রকাশ করছি। সমাজকে মাদকমুক্ত করতে বিজিবির এ যুদ্ধে সবাইকে শরিক হতে হবে। বিজিবিকে তথ্য দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংবাদকর্মীদের সহযোগিতা করার মাধ্যমে এ যুদ্ধে যোগ দেয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৪২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ, অতিরিক্ত পরিচালক মেজর মো. আব্দুল হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোজাহিদ উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ পরিদর্শক মোহাম্মদ ইব্রাহীম খাঁন প্রমুখ।টেকনাফ ব্যাটালিয়ন সূত্র জানায়, ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ১৮ লাখ ৭১ হাজার ৩৯০ পিস ইয়াবা, ২৮০ কেজি ৫০ গ্রাম গাঁজা, ২৫ হাজার ৫৫২টি বিভিন্ন প্রকারের বিয়ারের ক্যান, পাঁচ হাজার ৩৪ বোতল বিভিন্ন প্রকারের বিদেশী মদ। এছাড়া দুই হাজার ১৮৯ লিটার বাংলা ও চোলাই মদ রয়েছে। মালিকবিহীন এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৭ কোটি ৬৯ লাখ ৯৪ হাজার ৪৫০ টাকা। সায়ীদ আলমগীর/এআরএ/পিআর

Advertisement