জাতীয়

‘দায়িত্বে অবহেলা করলে চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

স্বাস্থ্য সেবায় নিয়োজিত সারাদেশের চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যে চিকিৎসকের যেখানে দায়িত্ব তাকে সেখানেই দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কোনো ছাড় দেয়া হবে না।

Advertisement

মন্ত্রী আরও বলেন, একজন চিকিৎসকের জেলা উপজেলায় থাকার জন্য যেসব সুযোগ-সুবিধা প্রয়োজন তা সব দেয়া হবে। হাসপাতাল চত্বরে চিকিৎসকদের থাকার ব্যবস্থা হিসেবে ফ্ল্যাট করে দেয়া হবে। প্রয়োজনে গাড়ি কিনে দেয়া হবে। যাদের প্রমোশন ডিউ আছে তাদের প্রমোশনের ব্যবস্থা করা হবে। কিন্তু যে জনগণের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হয় সে পয়সা দিয়ে আপনারা লেখাপড়া করে চিকিৎসক হয়ে এসেছেন, তাদের সেবা করতে হবে। এর ব্যত্যয় ঘটলে সে যেই হোন না কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার বিকেল ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা : বাংলাদেশে স্বাস্থ্যখাতে করণীয়’ বিষয়ে সেমিনার তিনি এ কথা বলেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, ডা. রশিদ-ই-মাহবুব, বি এস এম এম ইউ এর উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান ও ডা. এহতেশামুল হক চৌধুরী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. জামাল উদ্দিন চৌধুরী। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের শহীদ ডাক্তার মিলন হলে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

Advertisement

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে চিকিৎসকের ঘাটতি মেটাতে এ বছরের মধ্যে আরও ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। উপজেলা বা জেলা হাসপাতালে যেসব চিকিৎসকরা চাকরি করেন তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। জনগণের স্বাস্থ্যসেবা তৃণমূল পর্যায়ে নিশ্চিত করতে যে চিকিৎসকের যেখানে থাকা প্রয়োজন সেখানেই অবস্থান করবেন। দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কোনো ছাড় দেয়া হবে না। পত্রিকা ও টেলিভিশনে কোনো খারাপ খবর দেখতে চাই না।

তিনি বলেন, আমাদের সম্পদের স্বল্পতা রয়েছে তার মধ্যেও চেষ্টা করব আপনাদের দাবি দাওয়া পূরণ করতে। কিন্তু জনগণ হাসপাতালে গিয়ে স্বাস্থ্য সেবা পাবে না এমন ঘটনা যেন না ঘটে। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যখন সংসদে যাই তখন কোনো এমপি যেন বলতে না পারে আমার জেলা বা উপজেলায় চিকিৎসক থাকে না। এর আগে হর হামেশাই এ কথা শুনতে হতো। অনুপস্থিতিসহ কোনো চিকিৎসকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকে তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সেমিনারে প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, খুব শিগগিরই জেলা উপজেলা পরিদর্শনে যাব, কখনও জানতে পারবেন আবার কখনও জানতে পারবেন না। পরিদর্শনে গিয়ে যদি চিকিৎসকদের অনুপস্থিতি দেখি তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে আমরা ক্ষমতায় এসেছি। নির্বাচনের আগে যে ইশতেহার ঘোষণা করা হয়েছে সে ইশতেহার বাস্তবায়ন করতে হবে।

এফএইচএস/জেএইচ/জেআইএম

Advertisement