নরসিংদীর মাধবদীতে পৌর মার্কেটের ছাদ ধসে ১০ জন আহত হয়েছেন।এদের মধ্যে ৪ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
Advertisement
বুধবার দুপুরে নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরশহরের মাছ বাজারের তৃতীয় তলার ছাদ ধসে এ হতাহতের ঘটনা ঘটে।
আহতরা হলেন, নিরঞ্জন দাস, নূরুল ইসলাম, রাম চন্দ্র দাস, ছায়েদা বেগম, শিবু চন্দ্র দাসসহ ১০ জন। ব্যাবসায়ীরা জানায়, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে জমে উঠে মাধবদী পৌর বাজার মার্কেট।ক্রেতা বিক্রেতায় সরগরম হয়ে উঠে মাছের বাজার।বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ বিকট শব্দে বাজারের ৩ তলা মার্কেটের ছাদ ধসে পড়ে।এসময় বাজারের মানুষজন ভয়ে দৌড়ে ছুটাছুটি করতে থাকে।এসময় ছাদের নিচে চাপা পড়ে মহিলাসহ ১০ জন আহত হয়।
পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।গুরত্বর আহতবস্থায় নিরঞ্জন দাস, নূরুল ইসলাম, রাম চন্দ্র দাস, ছায়েদা বেগম, শিবু চন্দ্র দাসকে ঢাকায় পাঠানো হয়েছে।
Advertisement
পৌরসভার তথ্যমতে ১৯৯৬/৯৭ অর্থ বছরে মের্সাস কাজী টেড্রার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান মাছ বাজারের বিল্ডিংটি নির্মাণ করে। নির্মাণের ১৫ বছরের মধ্যে এ বিল্ডিং এর ছাদ ধসে পড়ায় জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এদিকে ঘটনার পরপরই মাধবদী পৌরসভার মেয়র হাজী মো. ইলিয়াছ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আহতদের চিকিৎসার সমপূর্ণ ব্যয়ভার বহন করার আশ্বাস প্রদান করেন। সঞ্জিত সাহা/এমএএস/আরআইপি