জাতীয়

১০ বছরে রেমিট্যান্স এসেছে সাড়ে ১০ লাখ কোটি টাকা

বর্তমান সরকারের গত দু’মেয়াদে ২০০৯- ২০১৮ সাল পর্যন্ত মোট ১০ লাখ ৪৭ হাজার ৫১৮ কোটি ৩১ লাখ টাকা রেমিট্যান্স অর্জিত হয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

Advertisement

মঙ্গলবার জাতীয় সংসদে পীর ফজলুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রীর দেয়া তথ্যমতে, ২০০৯ সালে রেমিট্যান্স এসেছে ৭৩ হাজার ৯৮১ কোটি ৪৬ লাখ টাকা, ২০১০ সালে ৭৬ হাজার ৬৩৯ কোটি ৯৭ লাখ, ২০১১ সালে ৯০ হাজার ২৪০ কোটি ৮৫ লাখ, ২০১২ সালে ১ লাখ ১৫ হাজার ৮১৬ কোটি ৯৩ লাখ, ২০১৩ সালে ১ লাখ ৮ হাজার ৬৬ কোটি ৯৩ লাখ, ২০১৪ সালে ১ লাখ ১৫ হাজার ৯৬৯ কোটি ৬২ লাখ, ২০১৫ সালে ১ লাখ ১৯ হাজার ৩৬৩ কোটি ৬২ লাখ, ২০১৬ সালে ১ লাখ ৭ হাজার ২৯৪ কোটি ৬০ লাখ, ২০১৭ সালে ১ লাখ ১০ হাজার ২৪৬ কোটি ৬৭ লাখ এবং ২০১৮ সালে রেমিট্যান্স অর্জিত হয়েছে ১ লাখ ২৯ হাজার ৮৯৭ কোটি ৬৬ লাখ টাকা।

নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে ইমরান আহমদ জানান, ২০০৯ থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ৫৯ লাখ ৯২ হাজার ১৩২ কর্মী গেছেন।

Advertisement

নজরুল ইসলাম বাবুর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মালয়েশিয়া সরকারের সঙ্গে জিটুজি প্লাস সমঝোতা স্বাক্ষরের পরে এ প্রক্রিয়ায় ২০১৮ সালেই শুধু মালয়েশিয়ায় ১ লাখ ৭৫ হাজার ৯২৭ কর্মী গেছেন।

এইচএস/জেএইচ/পিআর