ক্যাম্পাস

জাবির চারুকলা বিভাগের শিল্পকলা প্রদর্শনী শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সপ্তাহব্যাপী শিল্পকলা প্রদর্শনী শুরু হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ প্রদর্শনী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

Advertisement

মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রদর্শনী উদ্বোধন করতে গিয়ে বলেন, শিল্পীগণ তাদের শিল্পকর্মের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকেন। বিভাগীয় শিক্ষার্থীদের চিত্রকর্মের এ ধরনের প্রদর্শনী মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। তারা এ কাজের মধ্য দিয়ে শিল্প-চেতনার গভীরে প্রবেশ করার সুযোগ পাবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক, সামাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদা আখতার, প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, বিভাগীয় সভাপতি শারমিন জামান ও প্রাক্তন সভাপতি এম এম ময়েজউদ্দিন।

হাফিজুর রহমান/এএম/পিআর

Advertisement