খেলাধুলা

বঙ্গমাতা ফুটবলে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আগামী এপ্রিল-মে মাসে অনুষ্ঠিতব্য বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। মঙ্গলবার বাফুফে ভবনে টুর্নামেন্টের ব্রডকাস্টার আরটিভির সঙ্গে স্বত্বাধিকারি কে. স্পোর্টসের মধ্যে চুক্তি সম্পন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।

Advertisement

পরিকল্পনামন্ত্রী বলেছেন, ‘আমরা বাঙ্গালীরা খেলা নিয়ে গর্ববোধ করি। আমাদের সরকার খেলাধুলায় যতটুকু সম্ভব ব্যয় করতে চায়। বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন এক মহিয়ষী নারী। তার নামে এই ফুটবল টুর্নামেন্ট সুন্দর ও সুষ্ঠু হবে বলেই আমরা বিশ্বাস করি। আগামীতে এ টুর্নামেন্টে আরো দল বাড়বে এবং পুরো বিশ্বে সম্প্রচার হবে। কেবল আমিই নই, গোটা সরকারই টুর্নামেন্টের এ কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত থাকবে।’

তিনি আরও বলেন,‘আমাদের সরকার খেলাধুলার উন্নয়নে আন্তরিক। বাফুফে থেকে ফুটবল উন্নয়নে বাস্তবসম্মত প্রস্তাবনা পাঠালে তা আমরা অবশ্যই বিবেচনা করে দেখবো।’

বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বলেন, ‘আমাদের মেয়েরা চার বছর ধরে ভালো ফলাফল করে আসছে। তাই আমরা নিজেরা একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছি। আরটিভি টুর্নামেন্টের সম্প্রচারের দায়িত্ব নিয়েছে। আমি আশা করি, এ টিভি চ্যালেনটি টুর্নামেন্টে বড় ভূমিকা রাখতে পারবে। ফিফা ও এএফসির টুর্নামেন্টের মধ্যে থেকে সময় বের করে এ ধরণের টুর্নামেন্ট আয়োজনের সাহসী উদ্যোগ নিয়েছি আমরা।’

Advertisement

একই অনুষ্ঠানে আরটিভির সিইও সৈয়দ আশিক আহমেদ বলেছেন, ‘আমরা শুধু টিভিতেই খেলা দেখাবো না, সামাজিক যোগাযোগ মাধ্যমেও টুর্নামেন্টের ক্যাম্পিং করবো। প্রতি রাতে টুর্নামেন্টের হাইলাইটস প্রচার করা হবে। ‘এগিয়ে যাওয়ায় নেই মানা’ শিরোনামে আমরা ৯টির মতো ওয়েব সিরিজ তৈরি করবো। টুর্নামেন্টকে উচ্চতর জায়গায় নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

আরআই/এসএএস/পিআর