জাতীয়

অজ্ঞান পার্টির অপতৎপরতা বন্ধে পুলিশের সভা

আগামী ঈদ-উল-আযহায় অজ্ঞান ও মলম পার্টির অপতৎপরতা বন্ধে সমন্বয় সভা করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভার নেতৃত্ব দেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক।বুধবার পুলিশ হেড কোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পিআর শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) নজরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।সভায় আইজিপি বলেন, ঈদে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অজ্ঞান পার্টি, মলম পার্টির চিহ্নিত সদস্যদেরকে নিরীক্ষণ করে আইনের আওতায় আনতে হবে। পুলিশের প্রতিটি ইউনিটে অজ্ঞান পার্টির সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ অফিসারদের নির্দেশ দিচ্ছি।এসময় প্রত্যেক বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন এবং রেলগাড়িতে লিফলেট বিতরণ, মাইকিং, অডিও-ভিজুয়াল প্রচারণা চালানোর জন্যও পুলিশ ও পরিবহন মালিকদেরকে অনুরোধ করেন আইজিপি।সভায় উপস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, অজ্ঞান পার্টি, মলম পার্টি সম্পর্কে ডিএমপি ইতোমধ্যেই ১০ হাজার লিফলেট ছেপেছে। প্রত্যেক বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনে সেগুলো বিতরণ করা হবে।সভায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) মো. মোখলেসুর রহমান, ডিআইজি (ঢাকা রেঞ্জ) এস এম মাহ্ফুজুল হক নূরজ্জামান, মহানগর গোয়েন্দার (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এবং ঢাকার আশপাশের জেলাসমূহের পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।এআর/এসকেডি/আরআইপি

Advertisement