জাতীয়

বঙ্গোপসাগরে ৪.৯ মাত্রার ভূমিকম্প

মৃদু ভূকম্পন আঘাত হেনেছে বঙ্গোপসাগর এলাকায়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৯। এর জের ধরে কেঁপে ওঠে ভারতের চেন্নাইয়ের বিভিন্ন অংশ। সোমবার রাতে এ ভূকম্পন অনুভূত হয়।

Advertisement

মার্কিন জিওলজিক্যাল সার্ভের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানানো হয়েছে, সোমবার দিবাগত রাত ১.৩০টা নাগাদ চেন্নাই থেকে ৬০৯ কিলোমিটার দূরে সমুদ্রস্তরের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।

চেন্নাইয়ে কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে বহুতল ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন মানুষজন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন বাসিন্দারা।

এর আগে ওই এলাকায় বেশিরভাগ সময় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় ভূমিকম্প হতে দেখা গিয়েছে। রাতের ভূমিকম্প ২০০৪ সালের সুনামির আতঙ্ক মনে করিয়ে দিয়েছে বলে টুইটারে মন্তব্য করেছেন অনেকে।

Advertisement

এসআর/এমকেএইচ