রাজনীতি

সরকার গণতান্ত্রিক রাজনীতির পথে বাধা সৃষ্টি করছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার নানা কৌশল অবল্বন করে বিএনপির স্বাভাবিক ও গণতান্ত্রিক রাজনীতির পথে বাধা সৃষ্টি করছে। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। নজরুল ইসলাম খান বলেন, সরকার বিএনপির গণতান্ত্রিক আন্দোলন ও রাজপথের কর্মসূচি পালনে বাধা সৃষ্টি করছে। আর এভাবে চলতে থাকলে দেশে কোন গণতান্ত্রিক রাজনীতি থাকবে না।বিএনপির কর্মসূচি পালনে বাধা প্রদান করে ক্ষতাসীন আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান।মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামীতে আন্দোলন গড়ে তুলতে হবে। আর এই আন্দোলন হবে জনগণের আন্দোলন। কারণ বর্তমান আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের নামে জনগণের সাথে রসিকতা শুরু করেছে।সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গণতন্ত্রকে তার নিজস্ব পথে চলতে দিন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করুন। এবং গ্রেফতারকৃত বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের মুক্তির ব্যবস্থা করুন। অন্যথার দেশে গণতান্ত্রিক রাজনীতি ধারা ব্যহত হবে।মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধাদের পরিচয় যদি আমরা যথার্থভাবে বহন করতে চাই তাহলে যে কারণে আমরা যুদ্ধ করেছিলাম সেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। কারণ গণতন্ত্র আজ নির্বাসিত। এই গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার জন্য আন্দোলন ছাড়া আমাদের সামনে বিকল্প পথ নেই।আয়োজক সংগঠনের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর প্রমুখ।এমএম/এসএইচএস

Advertisement