দেশের বিভিন্ন জায়গায় বন্যা ও নদী ভাঙনের কারণে বিপাকে পড়া মানুষের কাছে যথেষ্ট পরিমাণ ত্রাণ সামগ্রী না পৌঁছানোয় উদ্বেগ প্রকাশ করে সেইসব এলাকায় দ্রুত ত্রাণসামগ্রী পাঠানোর সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। সেই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত ফান্ডের বরাদ্দ বাড়ানোরও সুপারিশ করে কমিটি।বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির অষ্টম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে কমিটি সদস্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বি,এম, মোজাম্মেল হক, শফিকুল ইসলাম শিমুল, এস,এম, জগলুল হায়দার ও সৈদয় আবু হোসেন বৈঠকে অংশ নেন।সূত্র জানায়, সম্প্রতি অতিবৃষ্টি এবং বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করে কমিটি। এছাড়াও ভবিষ্যতে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার জন্য আরো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।দুর্যোগ জনিত কারণে ভেঙে যাওয়া ভবনগুলো পুনর্নির্মাণের লক্ষ্যে নির্মাণ সামগ্রীর মান উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত প্রকল্পের কার্যক্রম বৃদ্ধি, রক্ষণাবেক্ষণ ও পর্যবেক্ষণ করার সুপারিশ করে কমিটি।বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এইচএস/এসকেডি/পিআর
Advertisement