তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপের নতুন পাঁচ ফিচার

পরীক্ষামূলকভাবে একমাস বেটা ভার্সন চালানোর পর অবশেষে নতুন আপডেট আনল জনপ্রিয় মেসেজিং সেবা প্রদানকারী হোয়াটসঅ্যাপ। নতুন এই আপডেটে পাঁচটি ফিচার আনা হয়েছে। দেখে নিন হোয়াটসঅ্যাপের নতুন ফিচার- এক. ক্ষুদে বার্তায় নতুন পদ্ধতি : নতুন এই আপডেটে আপনি কোনও মেসেজ পড়ার পরেও সেটি আনরিড করে রাখার অপশন পাবেন। অর্থাৎ যে মেসেজ পাঠিয়েছে, সে বুঝতে পারবে না আপনি মেসেজটি পড়েছেন কি না। কারণ, তাঁর পাঠানো মেসেজের পাশে ‘ব্লু টিক’ আসবে না।দুই. নোটিফিকেশনে পরিবর্তন : কারো সঙ্গে যোগাযোগের জন্য একেবারে নির্দিষ্ট রিং টোন সেট করা যাবে। কারো পাঠানো ক্ষুদে বার্তা পৌঁছালেই আপনার ফোনে আগে থেকে সেট করা রিং টোন বেজে উঠবে। পাশাপাশি সেট করা যাবে নোটিফিকেশন লাইট, পপ আপ অপশনও। তিন. মিউট কনভারসেশন : এতদিন পর্যন্ত গ্রুপ চ্যাট মিউট করা যেত। এবার নতুন এই আপডেটের পর এক একটি কনট্যাক্ট ধরে ধরে মিউট কনভারসেশন করা যাবে।চার. ডাটা খরচ কমানো যাবে : হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে ডাটা খরচ কমানোর সুযোগ পাওয়া যাবে। আলাদা করে একটি অপশন আনা হয়েছে সেটিংসে। যেখান থেকে হোয়াটসঅ্যাপ কলিংয়ে কম ডেটা খরচের অপশন রয়েছে। এটা অন করে দিলেই আপনার ডেটা প্যাকের খরচ কমে যাবে।পাঁচ. নতুন ইমো : হোয়াটসঅ্যাপের এই আপডেটে বেশ কিছু নতুন ইমো সংযুক্ত করা হয়েছে। এসঅাইএস/পিআর

Advertisement