ঢাকাই ছবির লৌহ মানব খ্যাত সোহেল রানার হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন ছোট পর্দার প্রিয়মুখ প্রিয়া আমান। তার প্রযোজিত ও পরিচালিত ‘অদৃশ্য শত্রু’ দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এখানে তিনি জায়েদ খান ও সোহেল রানার পুত্র নবাগত মাশরুর পারভেজের বিপরীতে অভিনয় করেন।এরপর বেশ খানিকটা সময় গেলেও চলচ্চিত্রে দেখা যায়নি প্রিয়াকে। ব্যস্ত সময় কাটিয়েছেন নাটক-টেলিফিল্মে। তবে প্রিয়া জানালেন, আবারো তিনি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। আর এই ছবিটি নির্মাণ হবে সরকারি অনুদানে। শারমীন সুলতানা শর্মীর পরিচালনায় ‘বিজয়িনী’ নামের ছবিতে তিনি অমিত হাসানের বিপরীতে কাজ করবেন। ২০১৪-১৫ অর্থবছরে অনুদানের এ ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। প্রিয়া জাগোনিউজকে বলেন, ‘প্রথম ছবিটি দিয়ে বেশ ভালো সাড়া পেয়েছিলাম। অনেকেই তাদের ছবিতে কাজের প্রস্তাব দিয়েছেন। কিন্তু গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় সেগুলো করা হয়ে ওঠেনি। কিন্তু বিজয়িনীর গল্প পড়ে খুব ভালো লেগেছে। এখানে আমার চরিত্রটাও খুব চমৎকার। তাই কাজটিতে আগ্রহ প্রকাশ করেছি। আশা করছি খুব ভালো একটি চলচ্চিত্র উপহার দিতে পারবো আমরা।’ তিনি আরো বলেন, ছবিটিতে আরো অভিনয় করবেন তুষার মাহমুদ, ইউসুফ রাসেল, শারমীন সুলতানা শর্মী প্রমুখ। সবকিছু ঠিক থাকলে শুক্রবার সাভারের একটি গার্মেন্টসে এর শুটিং শুরু হবে। নভেম্বরের মধ্যে দৃশ্যধারণের কাজ শেষ করে বিজয় দিবস অথবা স্বাধীণতা দিবসে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। এলএ/আরআইপি
Advertisement