জাতীয়

জরিমানা না দেয়ায় শাস্তি বাড়ল ১৭ হজ এজেন্সির

বেসরকারি ১৭ হজ এজেন্সির জামানত বাবদ জমাকৃত এফডিআরের সুদ ও আসল উত্তোলন, গ্রহণ ও বিতরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে ধর্ম মন্ত্রণালয়।

Advertisement

এজেন্সিগুলোর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় ধর্ম মন্ত্রণালয় জাতীয় হজ ও ওমরাহ নীতি-১৪৩৯ হিজরি/২০১৮ খ্রিস্টাব্দের অনুচ্ছেদ নং-২৩.২ অনুযায়ী জামানত বাজেয়াপ্ত ও লাইসেন্স বাতিল, লাইসেন্স বাতিল ও জরিমানা এবং লাইসেন্স স্থগিত ও জরিমানার শাস্তি আরোপ করে।

কিন্তু এজেন্সিগুলো আরোপিত শাস্তি অনুযায়ী জরিমানা পরিশোধ না করায় গত ৫ ফেব্রুয়ারি ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে তাদের এফডিআর উত্তোলন, গ্রহণ ও বিতরণে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এজেন্সিগুলো হলো- আল আমানত ট্রাভেলস্ (হজ লাইসেন্স নম্বর ১১), আল হাজ ট্রাভেল ট্রেড (হজ লাইসেন্স নম্বর ১৮), ব্রাইট ট্রাভেলস্ (হজ লাইসেন্স নম্বর ৪২), বুশরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (হজ লাইসেন্স নম্বর ৫৬৬), আল বারি ট্রাভেলস ইন্টারন্যাশনালস্ (হজ লাইসেন্স নম্বর ৬৩৫), ক্লাব ট্রাভেলস্ সার্ভিস (হজ লাইসেন্স নম্বর ৭২০), এম/এস জামান ইন্টারপ্রাইজ (হজ লাইসেন্স নম্বর ৯২৫), মদিনা এয়ার ইন্টারন্যাশনাল এভিয়েশন (হজ লাইসেন্স নম্বর ১০৪১), রয়েল তাইবা এভিয়েশন (হজ লাইসেন্স নম্বর ১১২৬), এস আহমেদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস (হজ লাইসেন্স নম্বর ১১৩০ ), সাঈদ এয়ার ইন্টারন্যাশনাল (হজ লাইসেন্স নম্বর ১১৪৫), সোহারাদা ওয়াহেদ এয়ার ট্রাভেলস্ (হজ লাইসেন্স নম্বর ১২১৪ ), সোহায়েল এয়ার ইন্টারন্যাশনাল (হজ লাইসেন্স নম্বর ১২৩৫), ম্যাক্সিম ট্রাভেলস এজেন্সি অ্যান্ড ট্যুরস্ (হজ লাইসেন্স নম্বর ১২৬৫ ), ইউরো এশিয়া ট্রাভেলস্ অ্যান্ড ট্যুরস (হজ লাইসেন্স নম্বর ১৩৫৩), হাজি হাফেজ ট্রাভেলস্ অ্যান্ড ট্যুরস (হজ লাইসেন্স নম্বর ১৩৫৮)ও সোবহান এয়ার ট্রাভেলস্ (হজ লাইসেন্স নম্বর ১৪৩০)।

Advertisement

ধর্ম মন্ত্রণালয়ের চিঠিটি দেখতে এখানে ক্লিক করুন।

এমইউ/এনএফ/পিআর