দেশজুড়ে

ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন, যাত্রাবাড়ি থানার শেখদি এলাকার জামাল হোসেনের ছেলে রেজা মিয়া ( ২৮ ) ও ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ থানার তারুয়া এলাকার আবু সাঈদ মোল্লার ছেলে নয়ন মোল্লা ( ৩৭ ) এবং তার বাবা সাঈদ মোল্লা(৭০)।কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জাগো নিউজকে জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি অ্যাম্বুলেন্সে করে রোগীসহ কয়েকজন ঢাকার দিকে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি রূপগঞ্জের সাওঘাট এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা দুইজন মারা যায়। এ সময় আরো দুইজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নয়ন মোল্লার বাবা সাঈদ মোল্লার (৭০) মৃত্যু হয়। পুলিশ ট্রাক ও অ্যাম্বুলেন্স আটক করেছে। ঘটনার পর থেকে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন। নিহত নয়ন মোল্লার মামাতো ভাই রাহেল মোল্লা জানান, সকালে নয়ন মোল্লার পিতা সাঈদ মোল্লা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় নয়ন মোল্লা তাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে করে রওনা দেন। তাদের সঙ্গে নয়ন মোল্লার বড় বোনের স্বামী সাজ্জাদ হোসেনও ছিলেন। পথিমধ্যে অ্যাম্বুলেন্স রূপগঞ্জের সাওঘাট এলাকায় পৌঁছলে বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে বলেও জানান তিনি। নারায়ণগঞ্জ প্রতিনিধি/এআরএ

Advertisement