রাজধানীর যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচরে পৃথক অভিযান চালিয়ে ৮ মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
Advertisement
র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুসুজ্জামান জানান, র্যাব-১০ স্পেশাল কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল রোববার সন্ধ্যায় ঢাকার যাত্রাবাড়ী থানাধীন জনপদ মোড় এলাকায় অভিযান চালিয়ে ১১০০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে আটক করে।
আটকরা হলেন- হাসান (২২), আকতার হোসেন (৩২), জুম্মান (৩৫), শাওন মুন্সী (২২) ও ফারজানা বেগম (২৬)।
অন্যদিকে দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-১০, সিপিসি-৩, লালবাগ ক্যাম্পের স্কোয়াড কমান্ডারের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ দুটি অভিযানে ১৩৬ পিস ইয়াবাসহ তুষার হোসেন (২১) ও মো. সাগরকে (২৯) আটক করে।
Advertisement
এর আগে রোববার ভোরে একটি বিশেষ অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ইকবাল হোসেন ভুট্ট (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করে র্যাব-১০, সিপিসি-৩ এর একটি দল। তাদের বিরুদ্ধে রাজধানীর সংশ্লিষ্ট থানায় পৃথক তিনটি মাদক মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি র্যাব-১০ এর অধিনায়ক।
জেইউ/এনডিএস/