একুশে বইমেলা

বইমেলার গল্প-উপন্যাস

অমর একুশে বইমেলার প্রায় মাঝামাঝি সময় চলে এসেছে। মাসব্যাপী এ মেলায় প্রতিদিনই শত শত বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে। প্রবন্ধ, গল্প, উপন্যাস, কবিতাসহ নানা রকম নতুন বইয়ের খবর মিলছে প্রকাশনাগুলোর স্টলে স্টলে।

Advertisement

এবারের বইমেলায় আসা উল্লেখযোগ্য গল্প-উপন্যাস ও প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করা হলো-সৈয়দ শামসুল হকের খেলারাম খেলে যা, প্রথমা প্রকাশন; শওকত আলীর পাকা দেখা, প্রথমা প্রকাশন; সেলিনা হোসেনের বিষণ্ন শহরের দহন, ইত্যাদি গ্রন্থ প্রকাশ; সৈয়দ মনজুরুল ইসলামের কয়লাতলা ও অন্যান্য গল্প, অন্যপ্রকাশ; ওয়াসি আহমেদের গল্প সংগ্রহ ১ ও ২, চৈতন্য; আনিসুল হকের এই পথে আলো জ্বেলে, প্রথমা প্রকাশন; হরিশংকর জলদাসের সুখলতার ঘর নেই, প্রথমা প্রকাশন; আন্দালিব রাশদীর ট্যাগোর, কথাপ্রকাশ; আসিফ নজরুরের উধাও, প্রথমা প্রকাশন; সাগুফতা শারমীন তানিয়ার পাখিসব, বাতিঘর; আবু সাঈদ ওবায়দুল্লাহর বন্ধুর মৃত স্ত্রী, মেঘ; মাহবুব আজীজের এইসব কলহাস্য, কথাপ্রকাশ; সাব্বির জাদিদের ভাঙনের দিন, ঐতিহ্য; মার্জিয়া লিপির একাত্তর মুক্তিযোদ্ধার মা, অবসর।

আনিসুল হকের হৃদয়ছোঁয়া উপন্যাস, সময় প্রকাশন; সুমন্ত আসলামের অযান্ত্রিক, সময় প্রকাশন; রজতশুভ্র মজুমদারের ভালোবাসায় ভোলাব, সময় প্রকাশন; মাসুদা ভাট্টির কপট সুখ; এএনএম নূরুল হকের বৃহন্নলার অবগুণ্ঠন, সময় প্রকাশন; কাজী রাফির আটলান্টিকের পড়ন্ত বিকেল, সময় প্রকাশন; হাবীবুল্লাহ ফাহাদের জলপাই রঙের দিনরাত, সময় প্রকাশন; জোহরা বেগমের উষসী, সময় প্রকাশন; হাবীল উদ্দিনের থ্রি সিক্সটি ডিগ্রি, সময় প্রকাশন; জাহাঙ্গীর অরণের সূর্যাস্তের আগে, সময় প্রকাশন; শাহাব আহমেদের হিজল ও দৌপদী মন, সময় প্রকাশন; মাসুদা ভাট্টির প্রেম, সাম্রাজ্যবাদ থেকে বেরুনর পরে, সময় প্রকাশন; রজতশুভ্র মজুমদারের পানকৌড়ি ও অন্যান্য গল্প, সময় প্রকাশন।

এএনএম নূরুল হকের জীবনময়ী, ঐতিহ্য; আফজাল হোসেনের একাকী আকাশ ওখানে, ঐতিহ্য; আফতাব হোসেনের জীবন সায়াহ্নে, ঐতিহ্য; কামাল রাহমানের অরোরা বোরিয়্যালিস, ঐতিহ্য; জিমি হাইসনের ইন্দ্রজাল, ঐতিহ্য; রেজাউর রহমানের অচেনা আবাস, ঐতিহ্য; সাব্বির জাদিদের ভাঙনের দিন, ঐতিহ্য; সুহান রিজওয়ানের পদতলে চমকায় মাটি, ঐতিহ্য; জিমি হাইসনের রক্ততৃষ্ণা, ঐতিহ্য।

Advertisement

আনোয়ারুল হকের ফুলকন্যা, ঐতিহ্য; আব্দুল্লাহ আল মুক্তাদিরের বছরের দীর্ঘতম রাত, ঐতিহ্য; জাকির তালুকদারের গল্পের জার্নাল, ঐতিহ্য; নাহিদা নাহিদের পুরুষপাঠ, ঐতিহ্য; বুলবুল সরওয়ারের কবিতার মুসাফির, ঐতিহ্য; মিজানুর রহমান নাসিমের অক্টোবর ও অন্যান্য গল্প, ঐতিহ্য; মেহেদী উল্লাহর অনুমেয় উষ্ণ অনুরাগ, ঐতিহ্য; মেহেদী ধ্রুবর মেঘ ও মানুষের গল্প, ঐতিহ্য; সুবন্ত যায়েদের কতিপয় মৃত্যুপ্রকল্পের প্রাণ, ঐতিহ্য; সৈয়দ শামসুল হকের কানার হাটবাজার ও অন্যান্য, ঐতিহ্য।

এএসএস/বিএ/পিআর