জাতীয়

শুষ্ক ও তাজা রসদের অতিরিক্ত রেশন পাচ্ছেন নৌবাহিনীর সদস্যরা

বাংলাদেশ নৌবাহিনীর ক্যাডেট, মিডশিপম্যান এবং নবীন নাবিকরা পাচ্ছেন শুষ্ক ও তাজা রসদের অতিরিক্ত রেশন। গত ২২ জানুয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

Advertisement

এটি বাস্তবায়ন করা হলে ১ কোটি ৬ লাখ ৮০ হাজার ৫২০ টাকা অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

বলা হয়, সেনাবাহিনী ও বিমান বাহিনীর রিক্রুট এয়ারম্যান ও ক্যাডেটদের জন্য ইতোমধ্যে অতিরিক্ত রেশন প্রদানের বিষয়টি সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে। এছাড়া রেশন প্রদানের বিষয়টি সশস্ত্র বাহিনী বিভাগের কার্য পরিধির আওতাভুক্ত নয় বিধায় এ বিষয়ে আন্তঃবাহিনী সভার সিদ্ধান্ত প্রাসঙ্গিক নয়।

এতে আরও জানানো হয়, বিষয়োক্ত প্রস্তাবিত অতিরিক্ত রেশন বাবদ আনুমানিক আর্থিক সংশ্লেষ ১ কোটি ৬ লাখ ৮০ হাজার ৫২০ টাকা। যা নৌবাহিনী বরাদ্দকৃত বাজেট হতে সংকলন করা সম্ভব। তাই অতিরিক্ত রেশন প্রদানের বিষয়টি অনুমোদনের জন্য পুনরায় অনুরোধ করা হলো।

Advertisement

এমইউএইচ/আরএস/পিআর