দেশজুড়ে

আ.লীগ প্রার্থীর সমর্থকদের সঙ্গে মনোনয়ন বঞ্চিতদের সংঘর্ষ

লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী রফিকুল আলমের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে মনোনয়ন বঞ্চিত ইমরুল কায়েস ফারুকের লোকজন। এতে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

Advertisement

রোববার দুপুরে আদিতমারী উপজেলার গ্রামীণ ব্যাংক সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাপ্টিবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল আলমকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। কিন্তু আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর ভাতিজা ইমরুল কায়েস ফারুককে দলীয় মনোনয়ন না দেয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন ফারুকের সমর্থনকারীরা।

রোববার ঢাকা থেকে দলীয় মনোনয়ন নিয়ে রংপুর হয়ে কাকিনা মহিপুর ব্রিজ দিয়ে সড়ক পথে আদিতমারী আসবেন রফিকুল আলম। তাকে স্বাগত জানাতে আদিতমারী থেকে প্রায় শতাধিক মোটরসাইকেলের বহর কাকিনা যাওয়ার পথে আদিতমারী আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে পৌঁছালে অতর্কিত হামলা চালান কায়েসের সমর্থকরা। পরে সংঘর্ষ হলে ১০ জন আহত হন। আহতের লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

আওয়ামী লীগের প্রার্থী রফিকুল আলম বলেন, নেতাকর্মীরা আমাকে নিতে মহিপুর যাওয়ার পথে হামলার শিকার হন। এতে আমার ১০ কর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রবিউল হাসান/এফএ/এমএস

Advertisement