জাগো জবস

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে চাকরি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে জনবল নিয়োগ করা হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ০৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরপদ সংখ্যা: ০৩ জনশিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান।অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।বেতন: ৫,৫০০-১২,০৯৫ টাকাযে জেলার বাসিন্দারা আবেদন করবেন: ঢাকা, নারায়ণগঞ্জ, জামালপুর, গাজীপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর, রংপুর, রাজশাহী, পাবনা, গাইবান্ধা, যশোর, ভোলা, সিলেট ও সুনামগঞ্জ।পদের নাম: অফিস সহায়কপদ সংখ্যা: ০৪ জনশিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান।বেতন: ৪,১০০-৭,৭৪০ টাকাযে জেলার বাসিন্দারা আবেদন করবেন: ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর, নওগা, রাজশাহী, বরিশাল ও সিলেট।আবেদনের নিয়মমন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mocat.gov.bd থেকে আবেদন ফরম সংগ্রহ করে নিজহাতে পূরণ করে ডাকযোগে পাঠাতে হবে।আবেদন পাঠানোর ঠিকানা সিনিয়র সহকারী সচিব (প্রশাসন-১), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ভবন-৬, কক্ষ নং-১৯০২, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০। আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০১৫সূত্র: সমকাল, ২৬ আগস্ট ২০১৫# বাংলাদেশ ব্যাংকের নিয়োগ পরীক্ষার সময়সূচি# ১৪ পদে জনবল নেবে পপুলার ডায়াগনস্টিক সেন্টার# ক্যারিয়ার গড়ুন সাউথইস্ট ব্যাংকে# জনবল নেবে সেন্ট্রাল হাসপাতাল# আজকের চাকরি : ২৫ আগস্ট ২০১৫এসইউ/পিআর

Advertisement