বিনোদন

মোশাররফ করিমের ‘বৃহস্পতি তুঙ্গে’

ছোট পর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত নতুন একটি ধারাবাহিক নাটকের প্রচার শুরু হতে যাচ্ছে। মালয়েশিয়ায় চিত্রায়িত এই ধারাবাহিক নাটকটির নাম ‘বৃহস্পতি তুঙ্গে’। মোশাররফ করিমের মূল ভাবনায় এ ধারাবাহিকটি পরিচালনা করেছেন রায়হান খান। আগামীকাল থেকে প্রতি রবি, বুধ ও শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটকটি

Advertisement

৫২ পর্বের এ ধারাবাহিক নাটকের গল্পে দেখা যাবে, বিভিন্ন কাজে মালয়েশিয়াতে যাওয়া মানুষগুলোকে কোনো না কোনোভাবে ফাঁদে ফেলার চেষ্টা করে ওমর ও রিয়াজ নামের দুই ব্যক্তি। ছদ্মবেশ নিয়ে তারা প্রত্যেকটি মানুষের কাছে ভিন্ন ভিন্নরূপে হাজির হয়।

এক সময় দেখা যায়, ফাঁদে ফেলতে গিয়ে ওমর-রিয়াজ মানবিক তাড়না থেকে তাদের প্রত্যেককে বিভিন্ন সমস্যা থেকে বাঁচিয়ে উপকার করে। এভাবেই নাটকটির গল্প এগিয়ে যায়। ওমর ও রিয়াজ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও শহীদুল্লাহ সবুজ।

নাটকটিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মামুনুর রশীদ, সাজু খাদেম, রুনা খান, নাবিলা, মিশু সাব্বির, কাজী আসিফ, উজ্জল মাহমুদ, সানজিদা প্রীতি, এমিলা, রিপন, হাফসা প্রমুখ। এমএবি/এলএ/এমকেএইচ

Advertisement