ছোট পর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত নতুন একটি ধারাবাহিক নাটকের প্রচার শুরু হতে যাচ্ছে। মালয়েশিয়ায় চিত্রায়িত এই ধারাবাহিক নাটকটির নাম ‘বৃহস্পতি তুঙ্গে’। মোশাররফ করিমের মূল ভাবনায় এ ধারাবাহিকটি পরিচালনা করেছেন রায়হান খান। আগামীকাল থেকে প্রতি রবি, বুধ ও শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটকটি
Advertisement
৫২ পর্বের এ ধারাবাহিক নাটকের গল্পে দেখা যাবে, বিভিন্ন কাজে মালয়েশিয়াতে যাওয়া মানুষগুলোকে কোনো না কোনোভাবে ফাঁদে ফেলার চেষ্টা করে ওমর ও রিয়াজ নামের দুই ব্যক্তি। ছদ্মবেশ নিয়ে তারা প্রত্যেকটি মানুষের কাছে ভিন্ন ভিন্নরূপে হাজির হয়।
এক সময় দেখা যায়, ফাঁদে ফেলতে গিয়ে ওমর-রিয়াজ মানবিক তাড়না থেকে তাদের প্রত্যেককে বিভিন্ন সমস্যা থেকে বাঁচিয়ে উপকার করে। এভাবেই নাটকটির গল্প এগিয়ে যায়। ওমর ও রিয়াজ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও শহীদুল্লাহ সবুজ।
নাটকটিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মামুনুর রশীদ, সাজু খাদেম, রুনা খান, নাবিলা, মিশু সাব্বির, কাজী আসিফ, উজ্জল মাহমুদ, সানজিদা প্রীতি, এমিলা, রিপন, হাফসা প্রমুখ। এমএবি/এলএ/এমকেএইচ
Advertisement