দেখলেই চোখ জুড়িয়ে যাবে। গাছের ডালে সারি সারি ফুল। রক্তের মত লাল। দেখলেই ছুঁতে ইচ্ছে হতে পারে।
Advertisement
তবে ফুল ছুঁলেই সর্বনাশ। হয়তো মৃতু্য হবে না। কিন্তু আপনাকে শয্যাশায়ী করে দিতেই পারে এই ফুল। অ্যালার্জি হয়ে শরীরময় লাল দাগে ভরে যেতে থাকবে। শ্বাস নিতে কষ্ট হবে। বমির ভাব হবে।
ভয়ংকর এই ফুলের নাম ‘এশিয়ান ব্লিডিং হার্ট’। যার শরীরময় বিষের থলি! সব মিলিয়ে এই ফুল সত্যিই বিপজ্জনক।
কাজেই রক্তাক্ত হৃদয়টি গাছেই ঝুলে থাকুক। কখনও সামনাসামনি ‘হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে’ না চাওয়াতেই মঙ্গল।
Advertisement
এএ