ক্যাম্পাস

৬ ও ৭ নভেম্বর যবিপ্রবির ভর্তি পরীক্ষা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিএসসি (সম্মান ও ইঞ্জিনিয়ারিং) ভর্তি পরীক্ষা আগামী ৬ ও ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার যবিপ্রবির জনসংযোগ শাখার সহকারী পরিচালক হায়াতুজ্জামান মুকুল এ তথ্য জানান।এবার বিশ্ববিদ্যালয়ের এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর এবং সি, ডি ও ই ইউনিটের ভর্তি পরীক্ষা ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের বিএসসি (সম্মান ও ইঞ্জিনিয়ারিং) ভর্তি পরীক্ষায় ৬১০ টি আসনের বিপরীতে পরীক্ষার্থী রয়েছেন ২৫ হাজার ৯১৪ জন। সে হিসেবে এবার প্রতিটি আসনের বিপরীতে ৪৩ জন করে শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত ১ সেপ্টেম্বর যবিপ্রবিতে ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু হয়। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের `এ` ইউনিটে ৯ হাজার ৪০৯ জন,`বি` ইউনিটে ৭ হাজার ৯০৬ জন,`সি` ইউনিটে ৪ হাজার ১৪৪ জন,`ডি` ইউনিটে ৩ হাজার ৬২৬ জন ও `ই` ইউনিটে ৮২৯ জন পরীক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেন।

Advertisement