দেশজুড়ে

বেনাপোলে কাভার্ডভ্যান চাপায় স্কুলছাত্রী নিহত

বেনাপোল-যশোর সড়কের হাজের আলী নামক স্থানে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিলা খাতুন (৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।নিহত শিলা খাতুন ঝিকরগাছা হাজের আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী এবং ওই এলাকার আশরাফুল হোসেনের মেয়ে।যশোরের ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে শিলা স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এমন সময় পিছন থেকে যশোরগামী (ঢাকা মেট্রো-ট-১৪-৫০৯২) একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়। এ ঘটনায় চালকসহ কাভার্ডভ্যানটি আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ। তিনি আরো জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।জামাল হোসেন/এসএস/পিআর

Advertisement