একুশে বইমেলা

অধ্যাপক শহীদুজ্জামানের প্রবন্ধের ২ বই

এবারের বইমেলায় সাহস পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে অধ্যাপক শহীদুজ্জামান এর ২টি প্রবন্ধগ্রন্থ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক। তার বই দুটির একটি হচ্ছে ‘টিএস এলিয়টের কবিতার সহজপাঠ’-এর প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর। বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।

Advertisement

শহীদুজ্জামানের অন্য বইটি হচ্ছে ‘ডিকোর্স বিশ্লেষণ ও প্রায়োগিক ভাষা বিজ্ঞান’। এটিরও প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

বই দুটি পাওয়া যাচ্ছে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে সাহস পাবলিকেশন্স এর ৩১৩ নং স্টলে।

উল্লেখ্য, অধ্যাপক শহীদুজ্জামান ১৯৫২ সালের ৪ঠা আগস্ট মাগুরা জেলার কাবিলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম.এ ডিগ্রী এবং ১৯৮৭ সালে ইংল্যান্ডের লীড্স্ বিশ্ববিদ্যালয় থেকে Linguistics and ELT-তে এম.এ ডিগ্রী লাভ করেন । তিনি ১৯৭৯ সালে অ্যামেরিকান ইউনিভার্সিটি অফ বৈরুত, লেবানন- TEFL (Teaching English as a Foreign Language) কোর্স করেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি অবসরগ্রহণ প্রস্তুতি ছুটিতে আছেন।

Advertisement

এএ/এমকেএইচ