বান্দরবানের থানছি উপজেলার দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হচ্ছে। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করছে। ১৯৯৫ সালে নির্মিত স্বাস্থ্য কমপ্লেক্সটি ১৯৯৮ সালে ৩১ শয্যা হিসেবে চালু হয়।
Advertisement
শুক্রবার দুপুরে হাসপাতাল চত্বরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ৫০ শয্যার থানছি স্বাস্থ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।
এ সময় তার সঙ্গে স্থানীয় সরকারের উপ-পরিচালক ড.গোফরান ফারুকী,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান,পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু ,সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়েছে। বান্দরবানে নতুন নতুন কমিউনিটি ক্লিনিক ছাড়াও নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে। দুর্গম এলাকার রোগীদের জন্য নতুন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।
Advertisement
সৈকত দাশ/আরএআর/এমকেএইচ