ইনিংসের শুরুটা করেছিলেন ৯৮ ছক্কা নিয়ে, তৃতীয় ওভারের প্রথম বলেই লকি ফার্গুসনকে মিড উইকেটে উড়িয়ে পৌঁছে যান ৯৯’তে। সেঞ্চুরির অপেক্ষাটা বেশি না বাড়িয়ে পরের ওভারে চতুর্থ বলে স্কট কুলেনকে উড়িয়ে মারেন ফাইন লেগে, করে ফেলেন টি-টোয়েন্টি ক্রিকেটে ‘ছক্কার সেঞ্চুরি’।
Advertisement
বড় বড় শট ও ছক্কার ঝড় তুলতে পারেন দেখে ভক্ত-সমর্থকরা তাকে ডেকে থাকেন রো’হিট’ম্যান নামে। নিজের এই নামের প্রতি সুবিচার করে আক অকল্যান্ডে বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে বিশ ওভারের ক্রিকেটে ছক্কার সেঞ্চুরি করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা।
নিউজিল্যান্ডের করা ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ চার ও ৪ ছক্কার মারে ২৯ বলে ৫০ রান করেছেন রোহিত। আউট হওয়ার পর টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার ছক্কার সংখ্যা ১০২। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার তালিকায় ক্রিস গেইল ও মার্টিন গাপটিলের চেয়ে মাত্র ১টি ছক্কা কম তার।
তবে ছক্কা সংখ্যায় না পারলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের সংখ্যায় ঠিকই গাপটিলকে পেছনে ফেলে দিয়েছেন রোহিত। ৭৬ ম্যাচের ৭৪ ইনিংসে গাপটিলের রান ২২৭২। আজ তাকে টপকে গেলেন ৯২ ম্যাচের ৮৪ ইনিংসে ২২৮৮ রান করা রোহিত।
Advertisement
এছাড়া আজকের ৪ ছক্কার ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে ৪ নম্বরে উঠে এসেছেন রোহিত শর্মা। পেছনে ফেলে দিয়েছেন সতীর্থ মহেন্দ্র সিং ধোনিকে। এছাড়াও ২০১৬ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার ডাবল সেঞ্চুরিও করে ফেলেছেন রোহিত।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান১. রোহিত শর্মা - ৮৪ ইনিংসে ২২৮৮ রান২. মার্টিন গাপটিল - ৭৪ ইনিংসে ২২৭২ রান৩. শোয়েব মালিক - ১০৪ ইনিংসে ২২৬৩ রান৪. বিরাট কোহলি - ৬০ ইনিংসে ২১৬৭ রান৫. ব্রেন্ডন ম্যাককালাম - ৭০ ইনিংসে ২১৪০ রান
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা১. ক্রিস গেইল - ৫২ ইনিংসে ১০৩ ছক্কা২. মার্টিন গাপটিল - ৭৪ ইনিংসে ১০৩ ছক্কা৩. রোহিত শর্মা - ৮৪ ইনিংসে ১০২ ছক্কা৪. ব্রেন্ডন ম্যাককালাম - ৭০ ইনিংসে ৯১ ছক্কা৫. কলিন মুনরো - ৪৮ ইনিংসে ৮৭ ছক্কা
আন্তর্জাতিক ক্রিকেট সবচেয়ে বেশি ছক্কা১. শহীদ আফ্রিদি ও ক্রিস গেইল - ৪৭৬ ছক্কা২. ব্রেন্ডন ম্যাককালাম - ৩৯৮ ছক্কা৩. সনাৎ জয়াসুরিয়া - ৩৫২ ছক্কা৪. রোহিত শর্মা - ৩৪৯ ছক্কা৫. মহেন্দ্র সিং ধোনি - ৩৪৮ ছক্কা
Advertisement
২০১৬ সালের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট সবচেয়ে বেশি ছক্কা১. রোহিত শর্মা - ২০২ ছক্কা২. মার্টিন গাপটিল - ১১০ ছক্কা৩. কলিন মুনরো - ১০৪ ছক্কা৪. অ্যারন ফিঞ্চ - ৯০ ছক্কা৫. বেন স্টোকস - ৮৯ ছক্কা
এসএএস/পিআর