অর্থনীতি

হস্তশিল্পের উন্নয়নে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বসতে চায় বাংলাক্রাফট

হস্তশিল্পের উন্নয়নে সম্ভাবনা, সমস্যা ও সমাধানের বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে আলোচনায় বসতে চায় হস্তশিল্প প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বাংলাক্রাফট)।

Advertisement

গত ৪ ফেব্রুয়ারি সমিতির সভাপতি আশরাফুর রহমান এ বিষয়ে সময় চেয়ে বাণিজ্যমন্ত্রীর বরাবর একটি চিঠি দেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বাণিজ্যমন্ত্রীর উদ্দেশে বলা হয়, ‘আপনি জেনে আনন্দিত হবেন যে, বাংলাদেশের ঐতিহ্যে, সংস্কৃতির বিকাশ ও দারিদ্র্য বিমোচনের হাতিয়ার হিসেবে ৭০ দশক থেকে জাতীয় অর্থনীতিতে এ শিল্প বিশেষ অবদান রেখে আসছে। বর্তমানে এ শিল্পের সঙ্গে সরাসরি ৭০ লাখের অধিক কারুশিল্পী জড়িত। তাদের জীবিকা এ শিল্পের মাধ্যমে নির্বাহ হচ্ছে। শতভাগ দেশীয় কাঁচামাল ব্যবহার করে তৈরি যেমন- খেজুরপাতা, তালপাতা, পাট ও চামড়াজাত পণ্য, কাগজ টেরাকোটা, টালি, সূচিকর্ম, বাঁশ, বেত, পা-পোষ, কার্পেট দ্বারা উৎপাদিত সামগ্রী রফতানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছে।’

‘অপ্রচলিত রফতানি পণ্যের মধ্যে কারুপণ্য বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং তাৎপর্যবহ। তাই বাংলাক্রাফট’র পরিচালকরা আশা করেন, মন্ত্রী মূল্যবান সময় দিয়ে এ শিল্পকে উৎসাহিত করবেন’,- উল্লেখ করা হয় চিঠিতে।

Advertisement

এমইউএইচ/জেডএ/এমএস