জাতীয়

উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তা পদে ৫০০ শিক্ষকের চাকরি স্থায়ীকরণ

সারাদেশে প্রায় অর্ধ হাজার সহকারী উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের চাকরি স্থায়ী করা হয়েছে। বৃহস্পতিবার মাঠ পর্যায়ে এসব কর্মকর্তাদের স্থায়ীকরণে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Advertisement

এতে বলা হয়েছে, ডিপিই’র মাঠ পর্যায়ে বিভিন্ন জেলায় কর্মরত সহকারী উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তা পদের কর্মরত প্রায় ৫০০ জনের চাকরি স্থায়ীকরণের সকল শর্তাদি পূরণ হওয়ায় তাদের চাকরি স্থায়ীকরণ করা হয়েছে। এসব কর্মকর্তাদের যোগদানের দিন থেকে চাকরি স্থায়ীকরণ হিসেবে গণ্য করা হবে। এদিন থেকে তাদের সকল বেতন-ভাতা ও যাবতীয় সুবিধা প্রদান করা হবে।

ডিপিই সূত্রে জানা গেছে, ২০১৮ সালে দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সহকারী উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেয়া হয়। প্রায় এক বছর পর এসব কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণ করা হলো। এমএইচএম/এসআর/এমকেএইচ

Advertisement