রাউন্ড রবিন লিগে সবার উপরেই ছিল রংপুর রাইডার্স। লিগপর্বের শেষ ম্যাচেও কুমিল্লা ভিক্টোরিয়ানসকে স্রেফ উড়িয়ে দিয়েছিল মাশরাফি বিন মর্তুজার দল। কিন্তু প্লে-অফে দুইটি সুযোগ পেয়েও ফাইনালে উঠতে ব্যর্থ হলো তারা।
Advertisement
প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হারলেও মাশরাফিদের সুযোগ ছিল দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে জায়গা নিশ্চিত করার। কিন্তু বুধবার ঢাকা ডায়নামাইটসের কাছে ৫ উইকেটে হেরে বিদায়ঘণ্টাই বেজে গেছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের।
অথচ ম্যাচের শুরুটা দুর্দান্ত করেছিল রংপুর। উদ্বোধনী জুটিতে মাত্র ২৩ বলেই ৪২ রান করে ফেলেছিলেন নাদিফ চৌধুরী এবং ক্রিস গেইল। কিন্তু এরপর টানা তিন বলে তিন উইকেট নিয়ে নেই ঢাকা। তবু চতুর্থ উইকেটে জুটি গড়ে ১২ ওভারেই দলীয় শতক পূরণ করেন রবি বোপারা এবং মোহাম্মদ মিঠুন।
এরপর আবার রংপুরকে ছিটকে দেয় ঢাকা। যে কারণে অন্তত ১৬০ রান করার আশা জাগিয়েও ১৪২ রানে থামে রংপুর। পরে বিশ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ দুইবার পিছিয়ে যাওয়াকেই দায়ী করেন মাশরাফি।
Advertisement
তিনি বলেন, 'আমার কাছে মনে প্রথম তিন, সাড়ে তিন ওভার পর্যন্ত আমরা যেখানে ছিলাম ওখান থেকে অনেক রান হওয়ার কথা ছিল। কিন্তু নাদিফ আউট হওয়ার পরপরই গেইল-রুশোও আউট। ইনফর্ম রুশো আউট হওয়াতে আমরা ব্যাকফুটে চলে গিয়েছিলাম। বাট তারপরও আমরা জুটি গড়ে ১২ ওভারে (১৩ ওভারে) ১০৪ রানের মতো ছিল বোধ হয়। তখন আমরা আবার খেলা ধরেছিলাম। শেষ ৪৮ বলে আমরা যদি ৭০ করতাম তাহলে ম্যাচটা অন্যরকম হতেও পারত।'
'হয়তো আমাদের বোলিং ভালো করছিলাম, বিশেষ করে এ উইকেটে। দুবার খেলা ধরেও আমরা রাখতে পারিনি কাছে। বেশি ক্রুসাল মোমেন্টে উইকেট পড়েছে। শুরুতে মনে হয়েছে রানটা ম্যাসিভ হওয়া উচিত ছিল। ১৮০-৯০ হওয়া উচিত ছিল। যেভাবে আমরা শুরু করেছিলাম।'
ফাইনালের আগে বাদ পড়ার আক্ষেপ থাকলেও বাস্তবতা মেনে টুর্নামেন্টে নিজেদের ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেন রংপুর অধিনায়ক।
'পুরো টুর্নামেন্টে আমরা ইন অ্যান্ড অফ ছিলাম। একটা পর্যায়ে আমরা ভালো ছিলাম। ভালো জায়গায় দাঁড়িয়েছিলাম, দল সেট হয়েছিল। দুজন প্লেয়ার চলে যাওয়ার পর বিগ ম্যাচে এত বড় সাফলিং। প্রথম সেমিফাইনাল হেরে যাওয়ার পর আজ শুরু ভালো করেও হারিয়ে যাওয়া, এমন আপস অ্যান্ড ডাউন ছিল। সবমিলিয়ে দুইটা সেমিফাইনাল খেলা এবং পয়েন্ট টেবিলের টপার হিসেবে থাকতে পারা টিমের খুব একটা খারাপ রেজাল্ট না আমি বলব।'
Advertisement
এআরবি/এসএএস/বিএ