একুশে বইমেলা

ফজলে এলাহীর ‘যে জলে নয়ন জ্বলে’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি ফজলে এলাহীর কাব্যগ্রন্থ ‘যে জলে নয়ন জ্বলে’। বইটি প্রকাশ করেছে নবসাহিত্য প্রকাশনী। নবী হোসেনের প্রচ্ছদে বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে ৩০৬ নম্বর স্টলে।

Advertisement

কবি ফজলে এলাহী ছাত্র জীবন থেকে সৃষ্টিশীল কাজের প্রতি প্রগাঢ় ভালোবাসা থেকে সাহিত্য, সংস্কৃতি ও সেবামূলক সংগঠনের সাথে নিরলসভাবে কাজ করছেন। কবিতা, প্রবন্ধ ও গল্প লেখেন নিয়মিত। দেশ-বিদেশের বিভিন্ন গবেষণা জার্নাল, সাহিত্য পত্রিকা ও দৈনিক পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়।

তিনি ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজে ভূগোল ও পরিবেশ বিভাগে সিনিয়র প্রভাষক হিসেবে কর্মরত। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে সার্টিফিকেট কোর্স অন জিওগ্রাফিক্যাল সিস্টেম (জিআইএস) এবং এমফিল ১ম পর্ব শেষ করে গবেষণারত।

এসইউ/এমএস

Advertisement