একুশে বইমেলা

দুই ভাষায় অহ নওরোজের ‘অতিলৌকিক কবিতাসমূহ’

অমর একুশে বইমেলায় বাংলা ও জার্মান ভাষায় প্রকাশিত হয়েছে অহ নওরোজের তৃতীয় কাব্যগ্রন্থ ‘অতিলৌকিক কবিতাসমূহ’। জার্মানে অনুবাদ করেছেন গ্যোয়েথে ইনস্টিটিউট বাংলাদেশের জার্মান শিক্ষক ও লেখক হেমায়েত মাতুব্বর। সম্পাদনা করেছেন জার্মান সম্পাদক ও লেখক স্যালোমে যুকা।

Advertisement

বইটি প্রকাশ করেছে ‘অনুবাদ’। বইমেলায় অনুবাদের পরিবেশক কাগজ প্রকাশনের ৩৭৩-৩৭৪ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। দাম রাখা হয়েছে ২০০ টাকা। শুধু বাংলাদেশেই নয়, খুব দ্রুতই অ্যামাজনের মাধ্যমে জার্মান পাঠকরাও বইটি কিনতে পারবেন।

> আরও পড়ুন- ৪৮ লেখকের গল্পে ‘মুক্তিযুদ্ধের সেরা কিশোর গল্প’ 

কবি অহ নওরোজ বলেন, ‘আমি জার্মান শিখছি অনেকদিন হলো। সেই সূত্রে হেমায়েত মাতুব্বরের সাথে পরিচয়। তিনি আমার কবিতা পড়ে জার্মান ভাষায় অনুবাদের ইচ্ছা প্রকাশ করেন। সেখান থেকেই এই পরিকল্পনা।’

Advertisement

তিনি বলেন, ‘পরিকল্পনার পর আমাদের জার্মান বন্ধু স্যালোমে উৎসাহ দিলে পুরোপুরি নেমে পড়ি। আশা করি জার্মান ও বাংলা সাহিত্যের মেলবন্ধনের নতুন একটি যাত্রা শুরু করতে পারবো।’

এসইউ/এমকেএইচ