আন্তর্জাতিক

রাজীবকে জিজ্ঞাসাবাদে ৫ সদস্যের দল গঠন

চিটফান্ড মামলায় কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)। শিলংয়ে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ সদস্যের দল গঠন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদের দিন চূড়ান্ত করা হয়নি।

Advertisement

সুপ্রিম কোর্টের নির্দেশের পরই রাজীব কুমার সিবিআইকে চিঠি লিখে জানান যে, জিজ্ঞাসাবাদের জন্য ৮ ফেব্রুয়ারি তিনি শিলং যেতে প্রস্তুত। তবে তার এই আবেদন খারিজ করে দিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে, কবে জিজ্ঞাসাবাদ করা হবে, তা তারাই ঠিক করবেন।

এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদের দিন ঘোষণা না করলেও পাঁচ সদস্যের বিশেষ দল গঠনের কথা নিশ্চিত করেছে সিবিআই। এই দলের নেতৃত্বে রয়েছেন ডিএসপি পদমর্যাদার কর্মকর্তা তথাগত বর্ধন।

চিটফান্ড বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে রাজীব কুমারের বাড়িতে রোববার সন্ধ্যায় সিবিআইয়ের কর্মকর্তারা হাজির হন। এই ঘটনাকে কেন্দ্র করে পথে নেমে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে সুপ্রিম কোর্ট থেকে রাজীব কুমারকে গ্রেফতার না করার নির্দেশ দেয়ার পর টানা তিন দিনের ধর্নার সমাপ্তি ঘটান তিনি।

Advertisement

টিটিএন/আরআইপি