খেলাধুলা

শীর্ষে ফিরে এলেন স্মিথ

ইংল্যান্ডের কাছে অ্যাশেজ খোয়ালেও ব্যক্তিগত বড় পুরস্কার পেয়েছেন সদ্য ঘোষিত অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন স্মিথ। অ্যাশেজ চলাকালীন সময়ে র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছিলেন ইংল্যান্ডের জো রুট। তবে অ্যাশেজ শেষে সেটি হারাতে হলো রুটকে। তৃতীয় স্থানেই নেমে গেছেন রুট। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।  ব্যাটসম্যানদের তালিকায় পরিবর্তন হলেও বোলারদের তালিকাতে তেমন কোন পরিবর্তন হয়নি। যথারীতি শীর্ষ দু’টি স্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ও ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড।ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের মধ্যে সেরা মমিনুল হক। ২৪ তম স্থানে রয়েছেন এই টাইগার। আর বোলারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে রয়েছেন সাকিব আল হাসান। ১৭ তম স্থানে রয়েছেন তিনি। অলরাউন্ডারদের তালিকার শীর্ষস্থানটিও ধরে রেখেছেন সাকিব। টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের তালিকা : ১. স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া) -রেটিং ৯১০২. এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) -রেটিং ৮৯০৩. জো রুট (ইংল্যান্ড) -রেটিং ৮৮৯৪. হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) -রেটিং ৮৮১৫. এ্যাঞ্জেলো ম্যাথুজ (শ্রীলংকা) -রেটিং ৮৬৭ টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচ বোলারের তালিকা : ১. ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা) - রেটিং ৯০৫২. স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) - রেটিং ৮৩৫৩. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) -রেটিং ৮১৪৪. ইয়াসির শাহ (পাকিস্তান) -রেটিং ৮১০৫. জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) -রেটিং ৮০৭আরটি/এআরএস/এমএস

Advertisement