আন্তর্জাতিক

গাজায় ৮ হাজার ৫১৫ ক্যানসার রোগী, শিশু ৬০৮

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্যানসার রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্প্রতি প্রকাশিত এক তালিকায় দেখা গেছে অঞ্চলটিতে ক্যানসার আক্রান্ত রোগীর মোট সংখ্যা ৮ হাজার ৫১৫। তবে উদ্বেগের বিষয় হলো, ক্যানসার রোগীর মধ্যে ৬০৮টি শিশুও রয়েছে।

Advertisement

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১২ বছর ধরে দখলকৃত এই অঞ্চলটিতে চলা অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি এবং ওষুধ, চিকিৎসা সরঞ্জামাদির স্বল্পতার কারণে ক্যানসার রোগীর সংখ্যা বাড়ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই পরিসংখ্যানে দেখা যায়, ক্যানসার আক্রান্ত রোগীর মধ্যে ৪ হাজার ৭০৫ জনই নারী। যা মোট রোগীর ৫৫ দশমিক ৩ শতাংশ। তাছাড়া উল্লেখযোগ্যসংখ্যক শিশুও ক্যানসার আক্রান্ত। অঞ্চলটিতে এমন পরিস্থিতি চলতে থাকলে এই সংখ্যা আরও বাড়তে বলেও আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ২০১৮ সালে গাজায় ক্যানসার ও রক্ত সংক্রান্ত অন্যান্য রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় ওষুধের ৫৮ শতাংশ ঘাটতি রয়েছে। ফলে মরণব্যাধি ক্যানসার প্রতিরোধ করা মুশকিল হয়ে পড়েছে।

Advertisement

এসএ/এমএস