খেলাধুলা

অ্যাশেজ জিতে তিনে ইংল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ জেতার পর আরো একটি সুসংবাদ পেল ইংল্যান্ড। অ্যাশেজ পুনরুদ্ধার হওয়ায় পর বিশ্ব টেস্ট র‌্যাংকিংয়ে বড় ধরনের উন্নতি হয়েছে ইংলিশদের। ছয় নম্বর স্থান থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে অ্যালিস্টার কুকের দল। তাদের রেটিং পয়েন্ট এখন ১০২। অ্যাশেজ হারলেও র‌্যাংকিংয়ে কোন পরিবর্তন হয়নি অস্ট্রেলিয়ার। আগের দ্বিতীয় স্থানেই রয়েছে তারা। তবে রেটিং পয়েন্ট কমেছে অসিদের। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। আর টেস্টে বাংলাদেশের স্থান নবম। বিশ্ব টেস্ট র‌্যাংকিং:১. দক্ষিণ আফ্রিকা - ১২৫২. অস্ট্রেলিয়া - ১০৬৩. ইংল্যান্ড - ১০২৪. পাকিস্তান - ১০১৫. নিউজিল্যান্ড - ৯৯৬ ভারত - ৯৭৭. শ্রীলংকা - ৯২৮. ওয়েস্ট ইন্ডিজ - ৮১৯. বাংলাদেশ - ৪৭১০. জিম্বাবুয়ে - ৫আরটি/এআরএস/এমএস

Advertisement