জাতীয়

বিমানবন্দরগুলোর মানোন্নয়নে কাজ করছে মন্ত্রণালয়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, দেশের বিমানবন্দরগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করে যাচ্ছে মন্ত্রণালয়।

Advertisement

মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের কান্ট্রি ম্যানেজার উইনডি ওয়ার্নার সঙ্গে সাক্ষাতকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের এয়ারপোর্ট, বিমান পরিবহন ও পর্যটনের উন্নয়নে খুবই আন্তরিক।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিমানবন্দরগুলো দেশের অন্যতম প্রবেশদ্বার। কোনো মানুষ এদেশে প্রবেশ করেই দেশের সম্পর্কে ধারণা পান বিমানবন্দরের সেবার মান থেকে। বিমানবন্দরের সেবার মান উন্নত হলে দেশের ভাবমূর্তি বাইরের মানুষের কাছে ভালো হবে।

Advertisement

বৈঠকে উইনডি ওয়ার্না বাংলাদেশের বিমানবন্দরগুলোর সেবার মান উন্নত করার জন্য সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেন।

শেখ হাসিনার দক্ষ ও গতিশীল নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ প্রত্যাশার চেয়েও বেশি উন্নয়ন করেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিষয়ক দক্ষিণ এশিয়ার প্রধান মোয়াজ্জাম এ মেখান, সিনিয়র কান্ট্রি অফিসার নুজহাত আনোয়ার এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

আরএম/এনএফ/জেআইএম

Advertisement