জাতীয়

রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস কানাডার

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে কানাডা।

Advertisement

মঙ্গলবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মিয়ানমারবিষয়ক বিশেষ দূত (মন্ত্রী পদমর্যাদা) বব রে এই আশ্বাস দেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বব রে’র কাছে কক্সবাজারে অবস্থানরত বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) সার্বিক অবস্থা তুলে ধরেন। প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমে অবদান রাখায় কানাডিয়ান সরকারকে ধন্যবাদ দেন এবং মায়ানমার নাগরিকদের তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের বিষয়ে সার্বিক সহায়তা কামনা করেন। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবর্তনে মায়নমার সরকারের ওপর চাপ অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি।

Advertisement

এ সময় বিশেষ দূত বলেন, ‘কানাডা সরকার রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে এবং মায়ানমার নাগরিকদের সেদেশে প্রত্যাবাসনের বিষয়ে মায়ানমার সরকারকে চাপ দিতে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণে কাজ করবে।’

এ ছাড়াও রোহিঙ্গা আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কানাডিয়ান সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানান বব রে।

এ সময়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল উপস্থিত ছিলেন।

আরএমএম/এমবিআর/জেআইএম

Advertisement