অর্থনীতি

এক্সিম ব্যাংকের নতুন এএমডি ফিরোজ হোসেন

এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ ফিরোজ হোসেন। এর আগে তিনি একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্বরত ছিলেন।

Advertisement

মঙ্গলবার ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদ ফিরোজ হোসেন প্রবেশনারি অফিসার হিসাবে ন্যাশনাল ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৯৯ সালে এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠালগ্নে তিনি অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসাবে যোগদান করেন। এক্সিম ব্যাংকের দীর্ঘ ১৯ বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন বিভাগের প্রধান ও শাখা ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক হিসেবে একাধিকবার চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড ও স্বর্ণপদক লাভ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্সসহ এমএসসি ডিগ্রি লাভ করেন মোহাম্মদ ফিরোজ হোসেন। পেশাগত দক্ষতা অর্জনে তিনি ভারত, নেপাল, সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, চীন যুক্তরাজ্য, জার্মানিসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

Advertisement

এসআই/এনএফ/এমএস