দেশজুড়ে

সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ হারালো যুবক

রাজশাহীর দুর্গাপুরের দুই ভাইয়ের সংঘর্ষ থামাতে গিয়ে আহত সাইদুল নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে, সাইদুলের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে এলাকা জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রেফতারের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে সহোদর দুই ভাই নাজিমুদ্দিন ও কাজিমুদ্দিন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার সিংগা পশ্চিম পাড়া গ্রামের নঈমুদ্দিনের বড় ছেলে কাজিমুদ্দিনের সঙ্গে ছোটভাই নাজিমুদ্দিনের বিরোধ চলছিলো। সোমবার রাতে তাদের নিজ বাড়িতে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই ভাইয়ের মারপিট চলতে থাকলে প্রতিবেশী মৃত ছেপাতুল্লাহর ছেলে সাইদুল ইসলাম (৩৪) তাদের মারামারি থামাতে এগিয়ে যায়। এ সময় নাজিমুদ্দিনের আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে সাইদুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আহত সাইদুলের মৃত্যু হয়। এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।এ বিষয়ে দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জাগো নিউজকে বলেন, বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ মামলা করার জন্য আসেনি। মামলা হলে ময়নাতদন্তের প্রতিবেদন ও এলাকাভিত্তিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।শাহরিয়ার অনতু/এসএস/এমএস

Advertisement