একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নড়াইল-২ আসন থেকে নির্বাচিত এ সংসদ সদস্য আজ (মঙ্গলবার) অধিবেশনে যোগ দেন।
Advertisement
এ সংসদের যাত্রা গত ৩০ জানুয়ারি শুরু হলেও আজই প্রথম সংসদে যান মাশরাফি।
সংসদে প্রবেশের সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে সংসদে প্রবেশ করেন মাশরাফি। তবে মাগরিবের নামাজের বিরতির সময়ই তিনি সংসদ থেকে বেরিয়ে যান।
এর আগে সাড়ে ৪টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
Advertisement
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় দলের এই ওয়ানডে অধিনায়ক।
এ বিষয়ে জানার জন্য মাশরাফি বিন মর্তুজাকে ফোন দিলেও তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জাগো নিউজকে বলেন, ‘মাশরাফি সংসদে ঢুকেই অন্য এমপিদের সঙ্গে কুশল বিনিময়ের পর দোয়া চান। তিনি বলেন, আমি নতুন এমপি। আমার এলাকায় কীভাবে কাজ করব সে বিষয়ে আপনাদের সহযোগিতা চাই।’
এইচএস/জেডএ/জেআইএম
Advertisement