অর্থনীতি

৫ মাস যাবত বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন বন্ধ

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে কারিগরি সমস্যার কারণে গত ৫ মাস ধরে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে। এতে মজুদ কয়লার পরিমাণ কমে যাওয়ায় পার্শ্ববর্তী ২৫০ মেগা ওয়ার্ড কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে দুটিতে কয়লা সংকটের আশঙ্কা দিয়েছে।জানা গেছে, কয়লা উত্তোলনের সময় ১২০৫ কোল ফেসে পানি অস্বাভাবিক ভাবে পানি প্রবাহ বেড়ে যাওয়ায় চলতি সনের গত ১০ মে হতে খনি থেকে পুরোপুরি কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। যা এখন পর্যন্ত উত্তোলন শুরু করতে পারেনি খনি কর্তৃপক্ষ। কবে নাগাদ উত্তোলন শুরু হবে তাও নিশ্চিত করে বলতে পারছেন না তারা।খনির মাইনিং বিভাগ থেকে জানা গেছে, গত ১০ মে খনি থেকে কয়লা উত্তোলনের সময় হঠাৎ করে পানি ফ্লো দেখা দেয়। পরে বিশেষজ্ঞরা ভূগর্ভের নিচে পানির ফ্লো বন্ধ করে ঐ ফেস থেকে কয়লা উত্তোলন বন্ধ করে দেয়। সে সময় থেকে খনিতে কয়লা উত্তোলন পুরোপুরি বন্ধ রয়েছে।বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, তাপ বিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিনেই ১৮০০ থেকে ২ হাজার মে. টন কয়লা প্রয়োজন হয়। বর্তমানে খনিতে যে পরিমাণ কয়লা মজুদ রয়েছে তা আগামী ২ মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এরই মধ্যে খনি থেকে কয়লা উত্তোলন শুরু না হলে তাপ বিদ্যুৎ কেন্দ্র দুটি  বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।জিএম মাইনিং অপারেশন হাবিব উদ্দিন আহম্মদ জানান, আগামী নভেম্বর মাসে উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আমরা উৎপাদন যতদ্রুত সম্ভব শুরু করার লক্ষে কাজ করে যাচ্ছি।

Advertisement