নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। গত ১২ আগস্ট রাতে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের বিশ্রামকক্ষে লোহাগড়ার শিয়েরবর গ্রামের দশম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে হাসপাতালের এক চিকিৎসক অনৈতিক কাজে লিপ্ত হন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।ঘটনা তদন্তে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সঞ্জিত সাহার নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার তদন্ত কমিটির সদস্যরা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসকসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন ডা. মায়া রানী বিশ্বাস ও ডা. সুরেশ কুমার নন্দী।এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান সঞ্জিত সাহা বলেন, ডা. শেখ আবুল হাসনাতের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু হয়েছে। লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এসে এ বিষয়ে খোঁজখবর নেয়া হয়েছে। কবে নাগাদ তদন্ত শেষ হবে, এ প্রশ্নের জবাবে সঞ্জিত সাহা জানান, এক সপ্তাহ সময় লাগতে পারে। তদন্ত শেষে সিভিল সার্জনের কাছে প্রতিবেদন জমা দেয়া হবে।তিনি আরো জানান, যে কিশোরীর সঙ্গে চিকিৎসকের অনৈতিক কাজের অভিযোগ উঠেছে, ওই কিশোরীসহ তার পরিবারকে মঙ্গলবার লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত থাকার জন্য চিঠি দেয়া হয়েছিল, কিন্তু তারা উপস্থিত হননি।বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট রাতে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের বিশ্রামকক্ষে লোহাগড়ার শিয়েরবর গ্রামের দশম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে হাসপাতালের এক চিকিৎসক অনৈতিক কাজে লিপ্ত হন বলে অভিযোগ উঠেছে। ঘটনার রাতে ওই কিশোরীর মা হাসপাতালে ভর্তি ছিলেন।মায়ের সেবার জন্য মেয়েটি স্বাস্থ্য কেন্দ্রে রাতে অবস্থান করে। অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে ওই কিশোরীর পূর্বপরিচয়ের সূত্র ধরে চিকিৎসকদের বিশ্রামকক্ষে অবস্থানকালে অনৈতিক কর্মকাণ্ডের ঘটনা ঘটে বলে অভিযোগ।এ ব্যাপারে অভিযুক্ত চিকিৎসক সহকারী সার্জন আবুল হাসনাত দাবি করেন, তার সঙ্গে অনৈতিক কোনো ঘটনা ঘটেনি। এদিকে, হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা জানান, ভর্তি থাকা অবস্থায়ই মা তার কিশোরী মেয়েকে নিয়ে ওইদিন ভোরেই হাসপাতাল ছেড়ে চলে যান।হাফিজুল নিলু/বিএ
Advertisement