কুমিল্লার দেবিদ্বার উপজেলায় আবদুল খালেক নামের এক মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে তিন বছর ধরে বয়স্ক ভাতা উত্তোলন করে আত্মসাৎ করেছেন ফাতেমা বেগম নামে এক ইউপি মেম্বার। কিন্তু শেষ রক্ষা হয়নি ওই মহিলা মেম্বারের। এ নিয়ে ইউপি চেয়ারম্যান জরুরি সভায় ওই ইউপি মেম্বার অপরাধ স্বীকার করায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।জানা যায়, দেবিদ্বার উপজেলার ১৬ নম্বর মোহনপুর ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ফাতেমা বেগম তার সংরক্ষিত ওয়ার্ডের আবদুল খালেক নামের এক মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে তিন বছর ধরে বয়স্ক ভাতা উত্তোলন করে আসছিলেন। কিন্তু বিষয়টি ফাঁস হয়ে গেলে ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম জরুরি সভা আহ্বান করেন।এতে ওই ইউপি সদস্য স্বীকার করেন `একই ইউনিয়নের তালতলা গ্রামের মৃত আমজাদ আলীর পুত্র মৃত আ. খালেকের বয়স্ক ভাতা কার্ডে খালেককে জীবিত দেখিয়ে গত তিন বছর তিনি বয়স্ক ভাতা ভাতা নিজে উত্তোলন করে আত্মসাৎ করে আসছেন। এ সময় সর্ব সম্মতিক্রমে ইউপি সদস্য ফাতেমা বেগমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য ফাতেমা বেগম নিজ অপরাধ সেচ্ছায় স্বীকার করায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কবির আহমদ জানান, বয়স্ক ভাতার বিষয়ে আমাদের ইউনিয়ন সমাজসেবা কর্মীদের দেয়া তথ্যের ভিত্তিতে মৃত ব্যক্তিদের কার্ডগুলো বাতিল করা হয়। কিন্তু কিভাবে ওই ইউপি সদস্য তিন বছর ধরে তথ্য গোপন রেখে ভাতা উত্তোলন আসছেন তা তদন্ত করে দেখা হবে।কামাল উদ্দিন/বিএ
Advertisement