আন্তর্জাতিক

প্যারিসে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৮

প্যারিসে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৮

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৬ জন। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির দমকল বাহিনী সূত্রে জানা গেছে, সোমবার রাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Advertisement

ঘটনাস্থল থেকে দমকল বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, পুরো পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সে কারণে অগ্নিকাণ্ড থেকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

সোমবার রাতে প্যারিস থেকে কিছুটা দূরে অবস্থিত একটি আটতলা ভবনের সাত তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। উদ্ধার ও তল্লাশি অভিযান চালানোর সময় তিন দমকল কর্মী আহত হয়েছেন।

টিটিএন/এমকেএইচ

Advertisement