একুশে বইমেলা

স্বপ্নের কথামালা’র মোড়ক উন্মোচন

কবি সেলিনা নেওয়াজ খানের কাব্যগ্রন্থ ‘স্বপ্নের কথামালা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। বইমেলার তৃতীয় দিন বিকেল ৫টায় সোহরাওয়ার্দী উদ্যানের মেলামঞ্চে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

Advertisement

বইটি সম্পর্কে কবি বলেন, ‘প্রতিটি মানুষের মনের কোঠরে কিছু কথা থাকে। অনেক সময় কিছু কথা বলা হয়ে ওঠে না। মানুষ স্বপ্ন দেখে। কিছু স্বপ্ন পূরণ হয় আবার কিছু পূরণ হয় না। তারপরও মানুষ স্বপ্ন দেখে এবং স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। এ স্বপ্নই মানুষকে তার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে।’

অতিথিরা বলেন, ‘মানুষের জীবন এভাবেই এগিয়ে চলতে থাকে। জীবন যেন সুখ-দুঃখ, আশা-নিরাশার এক মহাকাব্য। সেলিনা নেওয়াজ খানের কাব্যগ্রন্থে এমনই কিছু না বলা কথা, প্রিয়জন হারানো বেদনার গভীর অনুভূতি, গুমরে কেঁদে ওঠা কিছু উচ্চারণ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখানে প্রকৃতি, প্রেম, ভালোবাসার কথা বলা হয়েছে।’

‘স্বপ্নের কথামালা’ কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে সূচিপত্র প্রকাশনী। বইটি পাওয়া যাচ্ছে মেলার ১৯০-১৯২ নম্বর স্টলে। কবি সেলিনা নেওয়াজ খান পেশায় একজন ব্যাংকার।

Advertisement

এসইউ/এমকেএইচ