লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ খোরশেদ আলম মিলন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি পৌরসভা কার্যালয়ের সামনে নামমাত্র একটি চায়ের দোকান দিয়ে কয়েক মাস ধরে মাদক ব্যবসা করে আসছেন।মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দোকান থেকে তাকে আটক করা হয়। মিলন রায়পুর পৌরসভার দেনায়েতপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।রায়পুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, মিলন চায়ের দোকানের আড়ালে গাঁজা ও ইয়াবার ব্যবসায় করে আসছেন এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে এক কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।এ ব্যাপারে আটককৃতের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।কাজল কায়েস/বিএ
Advertisement