খেলাধুলা

নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ!

২০১৬-১৭ ক্রিকেট মৌসুমে ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফর করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে সে সিরিজটি টাইগারদের প্রস্তুতিতে বেশ কাজে দিয়েছিল। এবার ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে সামনে রেখেও চলতি বছরের ফেব্রুয়ারিতে তাসমান পাড়ে যাবে বাংলাদেশ দল।

Advertisement

নিউজিল্যান্ডে সবশেষ সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি- তিন ফরম্যাটেই হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। কিন্তু স্কোরকার্ডের দিকে না তাকিয়ে মাঠের খেলার বিশ্লেষণে চোখ দিলে দেখা যায় তিন ফরম্যাটেই দারুণ খেলেছিল টাইগাররা। ওয়ানডে সিরিজের দুই ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও টানা হয়নি তুলির শেষ আঁচড়। এছাড়া টেস্টেও দারুণ লড়েছিলেন মুশফিক-সাকিবরা।

বছরদুয়েকের ব্যবধানে পুনরায় নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে সে সিরিজের স্মৃতি ঠিক মনে রেখেছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। তার মতে বর্তমানে বাংলাদেশ দলের যে ফর্ম, তাতে ওয়ানডে সিরিজ জেতা সম্ভব কিউইদের বিপক্ষে।

সোমবার ঢাকা ডায়নামাইটসের কাছে হারের পর সংবাদ সম্মেলনে এসে মুশফিক বলেন, ‘জেতার সম্ভাবনা তো অবশ্যই আছে। আমরা সবশেষ যখন সেখানে গিয়েছিলাম তখন কিন্তু দুইটা ওয়ানডেতে খুব কাছে গিয়ে হেরে গিয়েছিলাম। আমি মনে করি, সেই ম্যাচগুলো আমাদের জেতা উচিত ছিল।’

Advertisement

তিনি আরও বলেন, ‘নেলসনে যে ওয়ানডে (দ্বিতীয় ওয়ানডে) বা ক্রাইস্টচার্চে (প্রথম ওয়ানডে) যেটা ছিলো, আমরা যদি আরো একটু ভালো খেলতে পারতাম তাহলে কেউ জানে না কী হতো।’

তবে মুশফিক মনে করেন ফলাফল যাই হোক, বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফরটা দারুণ এক প্রস্তুতি হবে। তিনি বলেন, ‘আমার মনে হয় এটা বিশ্বকাপের আগে আমাদের জন্য খুব ভালো একটা প্রস্তুতি হবে। এখানে কিছু হাই স্কোরিং ম্যাচ হতে পারে। সে দিক থেকে আমি মনে করি এটা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে।’

এসময় নিউজিল্যান্ডের মাটিতে ভারতের সবশেষ ওয়ানডে সিরিজ জয়ের উদাহরণ টেনে মুশফিক বলেন, ‘নিউজিল্যান্ডে চ্যালেঞ্জ অনেক কঠিন। ওয়ানডে ফরম্যাটে ইন্ডিয়া সিরিজ জিতেছে কিন্তু তারা (নিউজিল্যান্ড) ভালো লড়াই করেছে। আমার বিশ্বাস আছে আমাদের যেই দল যাবে তারা ভালো করবে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিকল্পনা মোতাবেক শেষ চারে উঠতে না পারা সিলেট সিক্সার্স, খুলনা টাইটানস ও রাজশাহী কিংসে ওয়ানডে স্কোয়াডের যারা আছেন এবং এলিমিনেটর ম্যাচে হেরে যাওয়া চিটাগং ভাইকিংসের ক্রিকেটাররা নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবেন আগামী ৬ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর সাড়ে ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে।

Advertisement

পরে ১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। পরে ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চ এবং ২০ ফেব্রুয়ারি ডানেডিনে শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ।

এসএএস/এমকেএইচ