কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যাল এলাকায় দুর্ঘটনা কবলিত ঢাকাগামী মহানগর গোধূলীর ইঞ্জিন ও বগির উদ্ধার কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রাত সোয়া ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার কাজ শুরু হয়।কুমিল্লা রেলওয়ে প্রকৌশলী মোস্তাফিজুর রহমান সেলফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার কাজ শেষ হতে বুধবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে উদ্ধার কাজে অংশ নেয়া রেলওয়ে কর্মীদের আশঙ্কা। এদিকে বিলম্বে উদ্ধার কাজ শুরুর কারণে যাত্রীরা রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকাগামী মহানগর গোধূলীর ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে রয়েছে অনেক ট্রেন। রাতের বেলায় এ দুর্ঘটনার ফলে যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর থেকে ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএম বদিউজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ যাত্রীদের নিরাপত্তায় ঘটনাস্থলে ঘিরে রেখেছে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে সেলফোনে ব্রাহ্মণপাড়া থানার ওসি জানান, উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত যাত্রীদের নিরাপত্তায় পুলিশ ঘটনাস্থলে অবস্থান করবে।তিনি আরো জানান, বুধবার বিমানের ফ্লাইট রয়েছে এমন যাত্রীদের পুলিশের উদ্যোগে চারটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকায় প্রেরণসহ অনেক যাত্রীকে বাসযোগে কুমিল্লা শহরে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।## চট্টগ্রামের সঙ্গে আবারো সারাদেশের রেল যোগাযোগ বন্ধকামাল উদ্দিন/বিএ
Advertisement